কাজ শুরু জুলাইয়ে
২০২৮ সালের মধ্যে হেমায়েতপুর-ভাটারা রুটে সেবা দিতে চায় মেট্রোরেল
হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার রুটে ২০২৮ সালের মধ্যে যাত্রী পরিবহন সেবা দিতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সে লক্ষ্যে আগামী জুলাই মাস থেকে ওই রুটে রেললাইন নির্মাণ কাজ শুরু করবে ডিএমটিসিএল।
মঙ্গলবার (২৩ মে) রাজধানীর উত্তরায় মেট্রোরেল ডিপোতে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান। হেমায়েতপুর-ভাটারা নতুন লাইনের ডিপোর ভূমি উন্নয়নবিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আফতাব হোসেন জানান, এ লাইনটি হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার, গাবতলী, দারুসসালাম, মিরপুর-১, ১০, ১৪ কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত যাবে। লাইনটি সাড়ে ১৩ কিলোমিটার হবে পাতাল লাইন, আর সাড়ে ৬ কিলোমিটার উড়াল পথ। সরকার ২০২৮ সালের মধ্যে এ রুটে মেট্রোরেল সেবা দিতে চায়।
পুরো লাইনটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে মোট ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে অর্থ সহায়তা দেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। পুরো কাজ ১০টি প্যাকেজে করা হবে। প্রথম প্যাকেজে রয়েছে হেমায়েতপুরে ডিপো উন্নয়ন কাজ; যার মোট মূল্য এক হাজার ১৮৯ কোটি টাকা। কাজটি করবে জাপানের তোয়া কনস্ট্রাকশন ও বাংলাদেশের ইস্পাকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
এ লাইনে মোট ১৪টি স্টেশন থাকবে, যার ৯টি পাতালে, আর ৫টি উড়ালে। মেট্রোরেল এই লাইনে পাতাল অংশে ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং উড়াল অংশে ১০০ কিলোমিটার বেগে চলবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি জাইকা ইচিগুচি তমহিদো প্রমুখ।
এমএইচএন/জেডএস