৪৫ দিনে কাজ হয় কি না, দেখবে রাজউক টিম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোনাল অফিসগুলোতে ঠিকমতো কাজ হচ্ছে কি না, তা দেখতে পরিদর্শন কার্যক্রম চালাবে রাজউক টিম। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন সংস্থাটির পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক।
সোমবার (২২ মে) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে রাজউকের জোনাল অফিসগুলোতে কাজের গতি বাড়বে।
রাজউক পরিচালক সামছুল হক জানান, নির্ধারিত ৪৫ দিনে নকশা অনুমোদন হয় কি না, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতিসহ জোনাল অফিসে কাজ ঠিকমতো হচ্ছে কি না- পরিদর্শনের সময় এ বিষয়গুলো দেখবে পরিদর্শক টিম।
তিনি আরও জানান, হাইকোর্ট বিভাগের রিট ও এসএফ প্রেরণের অবস্থা, কনটেম্পট মামলার অবস্থা, উচ্ছেদ অনুমোদিত নথিগুলোর আপডেট, ইমারত পরিদর্শকরা নির্ধারিত ডায়েরি মেইনটেন্ড করছে কি না তা দেখা হবে। এছাড়া নির্মাণাধীন ভবন ও সাইটগুলো নিয়মিত পরিদর্শন হয় কি না- এ সংক্রান্ত সার্বিক বিষয়গুলো দেখা হবে।
এএসএস/এমজে