রাজধানীর মোহাম্মদপুর, সবুজবাগ ও কেরানীগঞ্জ এলাকা থে‌কে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ও গতকাল শ‌নিবার (২০ মে) পৃথক অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, ইকবাল মাহমুদ (৪১), মনির হোসেন মৃধা (৫৯) ও ফরহাদ মোল্লা।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির সোয়েব জানান, শনিবার রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চা‌লি‌য়ে দীর্ঘদিনের পলাতক ও প্রতারণা মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থে‌কে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়ে‌ছে।

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চা‌লি‌য়ে দীর্ঘদিনের পলাতক ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল মাহমুদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থে‌কে ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০০টাকা উদ্ধার করা হয়ে‌ছে।

এছাড়াও একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান চা‌লি‌য়ে দীর্ঘদিনের পলাতক ১ মাসের কারাদণ্ড ও ৯২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি ফরহাদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এসকেডি