বইমেলায় স্টল থাকলেও নতুন বই নেই ঢাবির
বাংলা একাডেমির আয়োজনে চলছে দেশের বৃহত্তম বইমেলা। প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা এবারও একাডেমি প্রাঙ্গণে স্টল বরাদ্দ পেয়েছে। কিন্তু এবছর তারা নতুন কোনো বই প্রকাশ করেনি প্রকাশনা সংস্থাটি।
ঢাবি প্রকাশনা সংস্থার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রতিবছর কমছে। প্রকাশনা সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চারটি বই প্রকাশ পেয়েছিল। ২০২০ সালে প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। সেই সংখ্যা এবার নামল শূন্যের কোটায়। ১৯৫৭-২০২১ সাল পর্যন্ত ১৮৪টি বই প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা ভিন্নধর্মী একটি প্রকাশনা। এখানে লেখক সাবমিট করার সঙ্গে সঙ্গে বই প্রকাশ করা হয় না, রিভিউ পেতে হয়। একবছর সময় লাগে। স্বাভাবিকভাবে এখান থেকে পাঠ্য বই, রেফারেন্স বই এবং গবেষণাধর্মী বইগুলো প্রকাশিত হয়। তাছাড়া বইমেলাকে কেন্দ্র করে এখানে বই প্রকাশিত হয় না। এবছর তো প্যান্ডামিক, (করোনা মহামারি) তবে প্রতিবছর এ সংস্থা থেকে বই প্রকাশিত হতে পারলে ভালো হতো।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার (বিপণন শাখা) উপ-পরিচালক ভবরঞ্জন চক্রবর্তী বলেন, এবছর কোনো বই প্রকাশিত হয়নি। তবে পাঁচটি বই প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে। এবছর প্রক্রিয়াধীন বইগুলো প্রকাশ করা সম্ভব নাও হতে পারে। তবে কাজ চলছে। কাজ শেষ হলে মেলার শেষদিকে হয়ত পাঠকরা বইগুলো পেতেও পারেন। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও। এবছর তারা একটি বই প্রকাশ করেছে। পাঁচটি বই প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে। এখন পর্যন্ত ২২টি বই প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা।
আজ বইমেলার ৭ম দিন। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১৯৪টি। মেলায় এপর্যন্ত নতুন বই এসেছে ৫৭৩টি।
এইচআর/এসএসএইচ