সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নূরনবী (১৮) ও মো. বিল্লাল (৩৫) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এর আগে আরও একজন মারা যান। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টায় নূর নবী ও বিল্লাল রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্ট কে বলেন, সাভারের আশুলিয়া থেকে গত ১৩ তারিখে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন এসেছিলেন। এদের মধ্যে মঙ্গলবার রাতে নুরনবী ও বিল্লাল নামের দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নুরনবীর শরীরের ৪৩ শতাংশ ও বিল্লালের শরীরে ৩৬ শতাংশ ফ্লেইম বার্ন হয়েছিল। এর আগে শরিফুল ইসলাম নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার (১৩ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসএএ/ওএফ