বিটিভিতে দুদক, মিলেছে অর্থ লোপাটের সত্যতা
বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালকের (বিটিভি) বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিটিভির প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক (অ.দা.) মনির আহমেদের বিরুদ্ধে এমন অভিযোগ যাচাই করতে গিয়ে সত্যতা পাওয়া গেছে। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ মে) দুদক উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিটিভির বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকার বিল দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাতের অভিযোগে ১৪ মে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে আরও জানা যায়, অনিয়মের মাধ্যমে নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য মূল্যায়ন কমিটির সুপারিশ অগ্রাহ্য করে পূর্বের কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্রের আহ্বান করেছিল বিটিভির প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক (অ.দা.) মনির আহমেদ। এনফোর্সমেন্ট টিমের অভিযানকালে বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় পরিদর্শন করা হয়। এসময় প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত প্রতিবেদন কমিশনের নিকট দাখিল করবে টিম।
আরএম/এফকে