মিরপুরে নির্মাণাধীন ভবনের ৭ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ওহেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
বিজ্ঞাপন
নিহত ওহেদ আলীর সহকর্মী রায়হান কবির ঢাকা পোস্টকে বলেন, ওহেদ রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নির্মাণাধীন ওই সাততলা ভবনে আজ সকাল সাড়ে ১০টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকের জরুরির বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান ওহেদ।
তিনি বলেন, ওহেদ বর্তমানে ওই ভবনেই থাকতেন। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উছাবদি গ্রামে। তিনি ওই এলাকার নুরুজ্জামানের ছেলে ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএএ/এফকে