চলাচলের সময় বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তায় আর পুলিশ থাকবে না। পুলিশের পরিবর্তে তাদের নিরাপত্তার জন্য আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র নিশ্চিত করেছে।

ডিএমপির সূত্র জানায়, পুলিশে জনবল সংকট থাকায় রাষ্ট্রদূতরা চলাচলের সময় আর পুলিশ সদস্যদের দেওয়া হবে না। পুলিশ সদস্যদের পরিবর্তে তাদের নিরাপত্তায় থাকবেন আনসার সদস্যরা। এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। তবে দূতাবাসের বাইরে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আগের মতো।

সূত্রে আরও জানা যায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন, যুক্তরাজ্য, ভারত ও জাপানের রাষ্ট্রদূতরাসহ আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা চলাচলের সময় পুলিশের নিরাপত্তা পান। কিন্তু এখন এই নতুন সিদ্ধান্ত হওয়ার পর তারা পুলিশের জায়গায় আনসার সদস্যদের নিরাপত্তা পাবেন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে দ্রুত আমরা একটা সংবাদ সম্মেলনে করব। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

এমএসি/এসএম