মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. সুমন (৩৫) নামে এক গাড়ি চালক। এ সময় তার কাছে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।
সোমবার (১৫ মে) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সুমনের স্ত্রী সুমি আক্তার জানান, আমার স্বামী উত্তরা আজমপুর এলাকায় একটি বাসার গাড়িচালক হিসেবে কাজ করতেন। ওইখান থেকে বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তার কাছে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। সে মোটরসাইকেল কেনার জন্য ওই টাকা জমিয়েছিলেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকায়। বর্তমানে মহাখালী করাইল বস্তি এলাকায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মহাখালী এলাকা থেকে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে পাকস্থলীর ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
এসএএ/এমএ