প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন টিম ও কমিটি গঠন, নির্বাচন পরিচালনা বিধিমালায় থাকা বিধান অনুসরণ, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখাসহ বিভিন্ন প্রসঙ্গে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বুধবার (২৪ মার্চ) প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এ অনেক নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এসব নতুন বিষয় সবার জানা প্রয়োজন।

অপরদিকে অনেকেই এবারই প্রথম প্রার্থী হবেন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ব্যক্তি এবং প্রার্থীদেরকে অবহিত করার জন্য কিছু নির্দেশনা দিয়ে পরিপত্রটি জারি করা হয়েছে।

পরিপত্রের বিষয়গুলো হচ্ছে- নির্বাচনে নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখা, বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন, ভিজিল্যান্স ও অবজারভেশ টিমের কার্যাবলী, নির্বাচন মনিটরিং টিম গঠন, মনিটরিং টিমের কার্যাবলী, আইন-শৃঙ্খলা সমন্বয় সেল, অন্যান্য ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ।

এসআর/জেডএস