প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার নিতাইপুরে বাথরুমের বালতিতে রাখা পানিতে পড়ে আরিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা আরিফুল ইসলাম জানান, আমার মেয়ে বাসায় খেলতে গিয়ে বাথরুমের বালতিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার স্ত্রীর প্রেসার লো হওয়ায় সে অসুস্থ হয়ে শুয়েছিল। ওই সময় আরিশা হাঁটতে হাঁটতে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে বালতির মধ্যে পরে আমার মেয়ে মারা যায়। 

তিনি বলেন, আমাদের বাড়ি ফতুল্লার নিতাইপুর এলাকায়। আমার এক ছেলে ও এক মেয়ের মধ্যে আরিশা বড় ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/ওএফ