কারওয়ান বাজারের কাঁচামালের আড়ৎ ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি বন্ধ করতে এসে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অভিযান পরিচালনাকারী দল।

বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার পর কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। অভিযানটি পরিচালনা করছেন ডিএনসিসি অঞ্চল-৫ আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এসময় ব্যবসায়ীরা অভিযানে বাধা দিয়েছেন বলে জানা গেছে।

অভিযানে মার্কেটে থাকা দোকানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করার কথা ছিল। মার্কেটটিতে বর্তমানে ১৭৬টি দোকান রয়েছে।

আরও পড়ুন>>কারওয়ান বাজার কাঁচামালের আড়ৎ বন্ধে অভিযান চালাচ্ছে ডিএনসিসি

অভিযান পরিচালনাকারী দলটি মার্কেটে প্রবেশ করলে ব্যবসায়ীরা বলেন, আমরা চলে যেতে রাজি আছি। কিন্তু আমাদের সময় দিতে হবে। নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দিতে হবে। এর আগে আমরা এখানে অভিযান চালাতে দেবো না। 

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে মার্কেটটি ছেড়ে দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ আমরা অভিযানে এসেছি।

এএসএস/কেএ