অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি বাস্তবায়নে সম্মত বাংলা‌দেশ-ইইউ

দ্রুত সময়ের মধ্যে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কোনিগ বৈঠক ক‌রেন। এ সময় তারা এ প্রতিশ্রুতি ব্যক্ত ক‌রেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বৈঠ‌কে বাংলাদেশ ও ইইউয়ের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের জন্য সন্তোষ প্রকাশ করা হয়। উভয়পক্ষ জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র সুশাসন, ডিজিটালাইজেশন এবং সাইবার নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করে।

এনআই/এনএফ