সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি
যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (১০ মে) বিকেলে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তারা। আজ রাতে আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরও ৭৪ জন বাংলাদেশির জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, সুদানের বদর এয়ারলাইন্সে বুধবার বিকেলে জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি। জেদ্দা বিমানবন্দরে এসব বাংলাদেশিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বুধবার রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল বৃহস্পতিবার রাতে আরও ৭৪ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
দূতাবাস জানায়, সুদান থেকে প্রত্যাগত ১৭৬ বাংলাদেশির মধ্যে ৫২ জন বুধবার রাত ১টায় জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করবেন। আগামীকাল কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশে ফিরবেন।
অন্যদের বিভিন্ন ফ্লাইটে শিগগিরই দেশে পাঠানো হবে। এ সকল বাংলাদেশিদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
এনআই/এবিএস