মেলায় শেখ হাসিনার লেখা বইয়ের কাটতি বেশি
এবারের অমর একুশে বইমেলায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’। এছাড়া ‘শেখ মুজিব আমার পিতা,’ ‘সবুজ মাঠ পেরিয়ে,’ ‘সাদা কালো’সহ ২৫টি বই পাওয়া যাচ্ছে মেলায়। পাঠকের কাছে এসব বইয়ের চাহিদাও বেশি।
প্রধানমন্ত্রীর লেখা বইগুলো প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী ও মাওলা ব্রাদার্স থেকে। প্রকাশকরা বলছেন, এবারের মেলা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে। ফলে এবারের মেলায় পাঠকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক বইগুলো। আর প্রধানমন্ত্রীর লেখা বইগুলো তো বঙ্গবন্ধুর ওপর। তাই এসব বইয়ের চাহিদা মানুষের কাছে বেশি।
আগামী প্রকাশনীর বিক্রয়কর্মী মুজাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মেলায় প্রধানমন্ত্রীর লেখা নতুন বই মাই ফাদার, মাই বাংলাদেশ ৪০০ কপি আনা হয়েছিল। ৩০০-এর বেশি বই বিক্রি হয়েছে। বইটির দাম ২৫০ টাকা ধরা হয়েছে, তবে পাঠক ২৫ শতাংশ ছাড়ে বইটি পাচ্ছেন। আর শেখ মুজিব আমার পিতা বইটির ৬০০ কপি আনা হয়েছে। এখন ১৪০টির মতো বই আছে। বাকিগুলো বিক্রি হয়েছে। এছাড়া সাদা কালো এবং ওরা টোকাই কেন বই দুটিও বেশি বিক্রি হচ্ছে। আগামী প্রকাশনী থেকে প্রধানমন্ত্রীর লেখা ১৫টি বই প্রকাশিত হয়েছে বলেও জানান মুজাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
মাওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী ইমাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, তাদের প্রকাশনী সংস্থা থেকে প্রধানমন্ত্রীর লেখা ১০টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে সবুজ মাঠ পেরিয়ে এবং রচনা সমগ্র-১ এবং ২ এর চাহিদা বেশি। এই তিনটি বইয়ের ৫০০-এর মতো কপি বিক্রি হয়েছে গত পাঁচ দিনে।
আগামী প্রকাশনী প্রধানমন্ত্রীর ১৫টি বই প্রকাশ করেছে। সেগুলো হলো- ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’, ‘শেখ মুজিব আমার পিতা’, ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘সাদাকালো’, ‘ওরা টোকাই কেন’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ‘ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ ও ‘ডেমোক্রেসি পোভার্টি এলিমিনেশন অ্যান্ড পিস’।
মাই ফাদার, মাই বাংলাদেশ বইটি কেনা তানভির হাসান ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর জীবনের সংগ্রামটা আমার খুব ভালো লাগে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশটা ক্রমশ এগিয়ে যাচ্ছে। এসব কারণে তার বিষয়ে জানার একটা আগ্রহ আছে আমার। এর আগে তার কয়েকটি বই পড়েছি, সেগুলো ভালো লেগেছে।
এএইচআর/এনএফ/এমএমজে