চট্টগ্রাম নগরের আলোচিত রেলওয়ে কর্মচারী শফিউদ্দিন আহমদ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলাম ফরহাদকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (৭ মে) খুলশী থানার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজহারের গ্রামের বাড়ি নোয়খালীর সুধারাম উপজেলার পূর্ব এওজ বালিয়া এলাকায়। গ্রেপ্তার এড়াতে মাজহার প্রায় ১৯ বছর আত্মগোপণে ছিলেন।

র‍্যাব জানায়, ২০০৩ সালের ১৪ জুন পূর্ব শত্রুতার জেরে খুলশী থানার আমবাগান এলাকায় রেলওয়ে কলোনিতে বসতঘরে ঢুকে শফিউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আসামি মাজহারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রামের আলোচিত একটি হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাজহারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এসএম