জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ ইস্যুতে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট নিম্নরূপ পর্যবেক্ষণ/প্রস্তাব ও প্রদত্ত নির্দেশনা প্রতিমাসের ১০ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

পর্যবেক্ষণ/প্রস্তাব— সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জাতীয় অর্জনগুলো সরকারি মাধ্যমসহ বেসরকারি ও রাজনৈতিক সংগঠনের সহায়তায় দেশ-বিদেশে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা— প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে সব মন্ত্রণালয়/বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

চিঠিতে বলা হয়, উপরে বর্ণিত পর্যবেক্ষণ/প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ও এ বিভাগের সমন্বয় ও কাউন্সিল শাখায় (ই-মেইল councillgd@lgd.gov.bd) তথ্য প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএইচআর/কেএ