করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর পাঁচটি হাসপাতালকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপসচিব ড. বিলকিস বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ক্রমাগত কোভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার নিমিত্তে নিম্নোক্ত সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

হাসপাতালগুলো হলো -

১. লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা।

২. ঢাকা মহানগর হাসপাতাল, বাবুবাজার, ঢাকা।

৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।

৪. ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার, মহাখালী, ঢাকা।

৫. সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা।

এছাড়াও আরেক বিজ্ঞপ্তিতে দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কোভিড-১৯ সংক্রমিত রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

১০ মার্চের পর দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (২২ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭২০ জনে। গত ৭ জানুয়ারির পর ভাইরাসটিতে এক দিনে দেশে এটিই সর্বোচ্চ মৃত্যু। সেদিন মৃত্যু হয়েছিল ৩১ জনের।

টিআই/আরএইচ