মেট্রোরেলের নিরাপত্তায় ম্যাস র‌্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি স্টেশনে একটি করে ডিজি-বক্স রাখতে এটুআইয়ের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, পুলিশের স্বতন্ত্র বিশেষ এমআরটি ইউনিট মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন হচ্ছে। এর জন্য তৈরি হবে ২৩১টি পদ। এসব পদের মধ্যে পুলিশ ক্যাডারের ৩টি ও নন-ক্যাডারের ২২৮টি পদ থাকবে। মেট্রোরেলের যদি নতুন লাইন স্থাপিত করা হয় তাহলে আরো পদ সৃষ্টি করা হবে।

নতুন এই ইউনিটের পুলিশ কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ও এমআরটি লাইন-৬ বা উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজ করবেন। লাইন-৬ সম্প্রসারণ ও নতুন লাইন স্থাপিত হলে জনবল আরো বাড়ানো হবে।

ডিজি-বক্স সম্পর্কে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, স্টেশনে ডিজি-বক্স স্থাপন এটুআইয়ের একটা পোগ্রাম। এটি হচ্ছে একধরনের বক্স, যা ডিজিটালি পারফর্ম করে। এর ভেতর ডেলিভারির পণ্যগুলো থাকবে। ডিজিটাল প্রক্রিয়ায় একটি কোডের মাধ্যমে বক্সটি ওপেন করে যাত্রীরা যাতায়াতের সময় তার পণ্যটি নিতে পারবে। আমরা এটির জন্য স্টেশনের কনকর্স লেভেলের বাইরে জায়গা দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা এটুআইয়ের সঙ্গে আজকে চুক্তি করলাম ৯টা স্টেশনের জন্যই। আগামী কাল-পরশু থেকেই তারা কাজ শুরু করে দেবে। ইতোমধ্যে তারা ৬টি জায়গায় শনাক্ত করেছে, যেখানে কোনো রকমের পরিবর্তন-পরিবর্ধনের প্রয়োজন নাই। বাকিগুলো তারা স্টেশনের দেওয়া জায়গার মাপ অনুযায়ী বানাবে।

এমএইচএন/এমএ