হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবাসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। আটক যাত্রীর নাম মো. রাকিব হোসেন (৩১)। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন। আলমগীর হোসেন বলেন, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে ঢাকা থেকে ভোর ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। তিনি আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তেঁতুলের আচারের দুটি জারে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে। 
 
জিজ্ঞাসাবাদে রাকিব জানান, নাজমুল (৩০) নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের জার দিয়েছিলেন। এ ঘটনায় সোমবার বেলা ১১টায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এনএফ/এমএমজে