চট্টগ্রামের সাতকানিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ সৈয়দ কামরুল ইসলাম (৫১) ও পাঁচ বছর বয়সী এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও বর্তমান চেয়ারম্যান আবু ছালেহর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এদের মধ্যে নজরুল ইসলাম মানিক স্থানীয় সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভীর অনুসারী এবং আবু ছালেহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার অনুসারী হিসেবে পরিচিত। রোববার সাবেক চেয়ারম্যান মানিকের অনুসারী ছোট মানিক গুলিবর্ষণ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ কামরুল আবু ছালেহর সমর্থক বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ছোট মানিক নামে একজন গুলি করেছে শুনেছি। শিশুসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকার ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এসকেডি