মহাখালী বাস টার্মিনাল
যাত্রী আছে, যাত্রী নেই
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ রুটের এনা ট্রান্সপোর্টের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। চলছে টিকিট বিক্রির ধুম। দম ফেলার ফুরসত পাচ্ছেন না কাউন্টারের টিকিট মাস্টার। অথচ এ টার্মিনালের অন্য বাস কাউন্টারের চিত্র একেবারেই ভিন্ন। অনেক টিকিট মাস্টার অলস সময় পার করছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী হাবিবুর রহমান ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাবেন। এনা কাউন্টারে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করেছেন, তবুও টিকিট মেলেনি। হাবিব জানান, সকাল সকাল অফিসে গিয়ে সাইন করে বের হয়ে গিয়েছি। ফুল টাইম অফিস করতে গেলে বিকেলে যাত্রীর চাপ হবে। কিন্তু এসে দেখি কাউন্টারে লম্বা লাইন। এখনো টিকিট হাতে পাইনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে টিকিট মাস্টার মো. শহিদ জানান, এনার ময়মনসিংহ রুটে প্রচুর যাত্রী হয়। সকাল থেকে যাত্রীর চাপ আছে। তবে ঈদ হিসেবে চাপটা যেভাবে হওয়ার কথা সেটা কিন্তু নেই। এবার রাস্তায় যানজট কম থাকায় যথাসময়ে গাড়ি ছেড়ে যাচ্ছে।
ময়মনসিংহ রুটের এনা ট্রান্সপোর্টের সামনে দীর্ঘ লাইন হলেও সিলেট রুটের এনার কাউন্টারের চিত্র একেবারে ভিন্ন। কাউন্টারের সামনে যাত্রীদের কোনো ভিড় নেই।
ঈদ করতে আজও ঢাকা ছাড়ছে কর্মব্যস্ত মানুষ। তবে মহাখালী বাস টার্মিনালে তেমন ভিড় নেই। এ টার্মিনালে সকালে দিকে ভালো যাত্রী পেলেও বেলা বাড়ার পর কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না বাস কাউন্টারগুলো। সেজন্য অনেক বাস কাউন্টার সংশ্লিষ্টরা অলস সময় পার করছেন।
বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি অফিস ছুটি হলে রাতের দিকে যাত্রীর চাপ বাড়বে। তখন কাঙ্ক্ষিত যাত্রী মিলবে বলে আশা করছেন তারা।
মহাখালী বাস কাউন্টার থেকে বগুড়া-নওগাঁগামী একতা পরিবহন ছেড়ে যায়। পরিবহনটির কাউন্টার মাস্টার মো. সুজন জানান, সকালে ভালো যাত্রী ছিল। এখন সেই অর্থে ঈদের যাত্রীদের চাপ নেই। ১৯ জন যাত্রী নিয়ে এখন একটা বাস ছাড়তে হচ্ছে। ২১ সিট ফাঁকা রেখেই কিন্তু বাস ছাড়তে হচ্ছে। যাত্রী কম থাকায় বাস সিডিউল থেকে কিছুটা বিলম্বে ছাড়তে হচ্ছে। আশা করছি, রাতের দিকে যাত্রীর চাপ বাড়বে।
মহাখালী থেকে নরসিংদীর চালাকচরের উদ্দেশ্যে ছেড়ে যায় সম্রাট পরিবহন। বাসটির কাউন্টার মাস্টার আব্দুর রউফ বসে বসে অলস সময় পার করছেন। গণমাধ্যমকর্মী পরিচয়ে আলাপ হয় তার সঙ্গে। তিনি জানান, সকাল থেকে সম্রাটের ১৭টা বাস ছেড়ে গেছে। সকালে কিছু যাত্রী পাওয়া গেছে। এখন ১০ থেকে ১৫ জন নিয়ে বাস ছাড়তে হচ্ছে। ঈদের যাত্রী কই?
সম্রাট বাস কাউন্টারে কথা হয় সিদ্দিক নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। খুব ভালো লাগছে অনেক দিন পর পরিবারের সবার সঙ্গে দেখা হবে।
কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের কাউন্টারে হাতেগোনা কয়েকজন যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কাউন্টার মাস্টার জানান, যাত্রীর চাপ কম থাকায় বাস কিছুটা বিলম্বে কাউন্টারে আসছে।
সকাল ৬টা থেকে মহাখালী পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালন করছেন ট্রাফিক সার্জেন্ট মো. ইদ্রিস। তিনি জানান, গতকাল (বুধবার) এ রাস্তায় খুব যানজট ছিল। আজ সকাল থেকে যানজট নেই। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। অবস্থাটা এমন যে, এখানে কিন্তু তিন জন দায়িত্ব পালন করে, সেখানে একাই আমি আছি। কিন্তু রোদের জন্য টেকা যাচ্ছে না।
এনআই/এসএসএইচ/