আন্তঃনগর ট্রেনের ২০ এপ্রিলের স্ট্যান্ডিং টিকিট (ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিট) পেতে রেলওয়ে স্টেশনে হাজারও মানুষের ভিড় জমেছে। সবার একটাই প্রত্যাশা, ঈদে ট্রেনে বাড়ি ফিরতে অন্তত স্ট্যান্ডিং টিকিট যেন পাই।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

টিকিটপ্রত্যাশীদের মধ্যে হেদায়েতুল ইসলাম বলেন, অনলাইনে চেষ্টা করেও টিকিট কাটতে পারিনি। ঈদে অন্য সব যানবাহনের মধ্যে ট্রেনে বাড়ি ফেরাটা নিরাপদ। তাই শেষ চেষ্টা করতে এসেছি। আমি আগামীকালের ডোমার যাবো। তাই নীলসাগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কিনতে এসেছি।

তিনি আরও বলেন, স্টেশনে এসে দেখলাম হাজার হাজার মানুষ। মনে হচ্ছে যেন আসনসহ টিকিট দেবে। জানি না, ২৫ শতাংশ টিকিটের মধ্যে একটি জুটবে কি না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা থেকেই হাজারো মানুষ ভিড় জামিয়েছে স্টেশনে। আমরা একটি ট্রেনের ২৫ শতাংশ টিকিট দিতে পারি। ধরেন, একটি ট্রেনে ৬০০ আসন আছে। তার বিপরীতে আমরা ১৫০টি স্ট্যান্ডিং টিকিট দিতে পারি। আমরা তো সবাইকে টিকিট দিতে পারবো না।

এমএইচএন/এসএম