উত্তরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডে ট্রাকের ধাক্কায় মো. ফোরকান (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তাকে হাসপাতালে নিয়ে আসা কাজী হেদায়েত জানান, ফোরকান ব্যবসা করতেন। বনানীর ডিওএইচ এলাকায় থাকতেন। তিনি বাসা থেকে বের হয়ে উত্তরার জসিমউদ্দীন রোডে একটি গার্মেন্টস থেকে স্টক কাপড় কেনার জন্য মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে তারা মিরপুর ডিওএইচএস এলাকায় থাকতেন। তার বাড়ি বাগেরহাটের চিতলমারি থানার কালিহাতী গ্রামে। ফোরকান ওই এলাকার আশরাফ আলীর ছেলে ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএএ/ওএফ