রাজধানীর মুগদা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ প্রসঙ্গে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আমরা খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকায় যাই। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে, এ ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এসএএ/কেএ