৮ এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সাবরিনা ফ্লোরা।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এটা শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতেই। এ অবস্থায় স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই।
বিজ্ঞাপন
রোববার (২১ মার্চ) কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান বলেন, করোনার প্রকোপ সারাদেশেই বেড়েছে। কেন্দ্রীয় ঔষধাগারে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ বেড, হাইফ্লো নাজাল ক্যানোলা, ভ্যান্টিলেটর, পিপিই, সার্জিক্যাল গ্লাভস, স্যানিটাইজারসহ সব ধরনের উপকরণ মজুত রয়েছে। যখনই হাসপাতালগুলো চাচ্ছে, তখনই আমরা সেগুলো সরবরাহ করছি। আগামী এক বছরও যদি করোনা প্রকোপ অব্যাহত থাকে, আমরা তা মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। কেন্দ্রীয় ঔষধাগার এ কাজ থেকে পিছপা হবে না।
টিআই/এসএম/এমএমজে