অক্টোবরে ঢাকায় নামবে ১০০ বৈদ্যুতিক গাড়ি
ঢাকায় যানজট নিরসনে সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিআরটিসির অধীনে অক্টোবর-নভেম্বরে ঢাকায় ১০০ বৈদ্যুতিক গাড়ি নামবে।
রোববার (৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষ্যে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
এ বিষয়ে ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের সমঝোতা চুক্তি হয়, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
এই চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি বৈদ্যুতিক দ্বিতল এসি বাস সংগ্রহ করা হচ্ছে। তারই প্রথম চালানের ১০০ বাস অক্টোবরে ঢাকায় আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিক্যাল নীতিমালা প্রণয়নের কাজ করছে।
এমএসআই/এসএসএইচ/