চাকরির মেয়াদ শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদকে একই পদে চুক্তিতে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিপিসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।  

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

এসএইচআর/ওএফএ/এসকেডি