বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হওয়ার প্রত্যাশা গ্রিসের
অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে রাজনৈতিক সংলাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা জানিয়েছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস।
সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো অভিনন্দন বার্তায় এ প্রত্যাশা জানান গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনন্দন বার্তায় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
২০১৯ সালে এথেন্সে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা স্মরণ করেন ডেন্ডিয়াস। তিনি বলেন, ওই বৈঠক দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অনেক গতি সঞ্চারক হিসেবে কাজ করেছে।
গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে অর্থনৈতিক এবং বাণিজ্য বিনিময় বৃদ্ধি করতে রাজনৈতিক পরামর্শ ও সংলাপের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।
এনআই/কেএ