রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মামুন (৩০)।

রোববার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

নিহতের মামা মো. মানিক জানান, রোববার বিকেলের দিকে মামুন মিরপুর-১০ নম্বরে গাজী ভবনের তৃতীয় তলায় ইলেকট্রিক সাইনবোর্ড লাগানোর কাজ করছিল। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, গাজীপুরে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ঈমানের কান্দি গ্রামে। ওই গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

#এসএএ