রাজধানীর শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সবুর খান (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সন্ধ্যায় মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

সবুর খানকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেলচালক রেজাউল করিম জানান, আজ সকাল ৯টার দিকে নাবিস্কোর মেইন রোডে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সবুর খান। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় মারা যান তিনি। প্রথমে তার পরিচয় অজানা থাকলেও, পরে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন।

নিহতের স্ত্রী তাসলিমা খান বলেন, আমার স্বামী সিভিটা ইন্টারন্যাশনাল ফুড কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানি বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন তিনি। আজ চাকরির সন্ধানে বাসা থেকে বের হলে এ দুর্ঘটনায় পড়েন তিনি। যে ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় আমার স্বামী মারা গেছেন তিনি তার চিকিৎসার ব্যয় ভার বহন করেছেন। ওই ব্যক্তির প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

তিনি আরও বলেন,  আমরা মগবাজারে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যে ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা গেছেন সেই ব্যক্তিও এখানে আছেন। আমরা বিষয়টি শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি