কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত
ঈদের পর বিয়ে করে কানাডা যেতে চেয়েছিলেন তামান্না
মাত্র দুই মাস আগে কানাডা প্রবাসী এক যুবকের সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল সানজিদা আক্তার তামান্নার। ঈদের পর বিয়ে করে কানাডা যেতে চেয়েছিলেন তিনি। তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী।
শুক্রবার (৩১ মার্চ) রাতে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় নিহত হন তামান্না।
বিজ্ঞাপন
তামান্নার চাচা জাকির হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। গতকাল (শুক্রবার) দুপুরে বান্ধবীর বাসায় ইফতার করার জন্য বাসা থেকে বের হয়। রাত ১০টার দিকে ফেরার পথে বেড়িবাঁধের ওপর মোটরসাইকেল থেকে পড়ে যায় সে। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তামান্নার মাথার ওপর দিয়ে চলে যায়।
জাকির হোসেন জানান, দুই মাস আগে কানাডা প্রবাসী এক তরুণের সঙ্গে তামান্নার এনগেজমেন্ট হয়। ঈদের পর দেশে এসে তাকে বিয়ে করে কানাডায় নিয়ে যাওয়ার কথা ছিল। দুই ভাই এক বোনের মধ্যে তামান্না ছিল সবার ছোট। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওয়াসেকপুর এলাকায়। তার বাবার নাম আবু তাহের।
আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
এসএএ/এসএসএইচ/