গণপিটুনি যখন তুচ্ছ ঘটনায় ঘটে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সেরা বিদ্যালয় রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। বিদ্যালয়টি মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য) হলেও এখানে প্রথম শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
বিজ্ঞাপন
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
মাধ্যমিকে আলাদা শিক্ষক ও প্রশিক্ষণ ছাড়াই চলছে প্রাথমিক শিক্ষা, সমস্যা নানামুখী
প্রায় তিন হাজার, এর মধ্যে প্রাথমিক স্তরে আছে প্রায় সাড়ে ১১০০। তবে দুই পালা (শিফট) মিলিয়ে এখন কর্মরত শিক্ষক আছেন ৫০ জন, যারা মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ পাওয়া। এ শিক্ষকেরাই প্রাথমিকের শিক্ষার্থীদের যেমন পড়ান, তেমনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদেরও পড়ান।
ঢাকায় অ্যাপার্টমেন্টের দাম অনেক আগে থেকেই আকাশছোঁয়া। তারপরও প্রতিবছরই দাম বাড়ছে। ফলে অধিকাংশ এলাকাতেই ফ্ল্যাট কেনা মধ্যবিত্ত মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে।
প্রথম আলো
রাজধানীর কোন এলাকায় ফ্ল্যাটের দাম সবচেয়ে কম
বর্তমানে ঢাকায় প্রতি বর্গফুট ফ্ল্যাটের গড় দাম ১৪৩ দশমিক ৩১ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার টাকার মতো (প্রতি ডলার ১০৫ টাকা ধরে)। এই দামে ১ হাজার ২০০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের দাম দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকা।
আরও পড়ুন >>> দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : সংসার আর চলে না
প্রায় এক বছর শিল্প খাতের মৌলিক উপকরণ-ডলার, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের সংকট চলছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশেও। এর ধাক্কা লেগেছে শিল্প পণ্য উৎপাদনে।
যুগান্তর
শিল্প খাতের উৎপাদনে বড় বিপর্যয়
এক বছরের ব্যবধানে এসব পণ্যের ২২টি খাতের ১৩টিতে উৎপাদন কমেছে। যেখানে আছে খাদ্য, বস্ত্র, চামড়াসহ বড় সব খাত। আর এগুলোর মধ্যে ৭টিতে আলোচ্য সময়ে গড়ে উৎপাদন বাড়েনি। বরং কমে নেতিবাচক পর্যায়ে চলে গেছে।
জরায়ু ক্যানসারের পরিচিতি, এর ভয়াবহতা, লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং টিকা নেওয়ার সময়সূচি উল্লেখ করে তৈরি করা হয় লিফলেট। রাজধানীর দক্ষিণখানের সেলিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের নামে তৈরি করা এই লিফলেট বিতরণ করা হয় পাড়া-মহল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। লিফলেটে প্রতিডোজ ভ্যাকসিনের মূল্য ধরা হয় দুই হাজার ৫০০ টাকা।
যুগান্তর
৬ হাজার নারীর দেহে নকল ভ্যাকসিন
একই প্রতিষ্ঠানের নামে তৈরি করা অপর লিফলেটে হেপাটাইটিজ-বি (জন্ডিস)-এর পরিচিতি, জন্ডিজের কারণ, এ সংক্রান্ত ভ্যাকসিনের চার্জ ইত্যাদি উল্লেখ করে তৈরি করা হয় আলাদা লিফলেট। রীতিমতো মাইকিং করে বিতরণ করা হচ্ছিল এসব লিফলেট।
জরিপকাজ সম্পাদন ও মৌজা ম্যাপ চূড়ান্ত না করে নদ-নদীতে জেগে ওঠা নতুন চরের বন্দোবস্ত দেওয়া যাবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট জেলার প্রশাসকসহ এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ রূপান্তর
ম্যাপের আগে নতুন চর বন্দোবস্ত নয়
ভূমি মন্ত্রণালয় সূত্রমতে, ১৯১৩ সালে নোয়াখালী উপকূলের তটরেখা ছিল বর্তমান জেলার সোনাপুরের কাছাকাছি। তবে পরের ১০০ বছরে তা ৫৫ কিলোমিটার দক্ষিণে প্রসারিত হয়ে কেয়ারিংচরে এসে ঠেকে।
দেশে একের পর এক ঘটছে গণপিটুনিতে প্রাণহানির ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংস হয়ে উঠছে মানুষ। ভুল-সঠিক না ভেবে তাৎক্ষণিক উত্তেজনা থেকে আইন তুলে নিচ্ছে নিজের হাতে।
সমকাল
তুচ্ছ ঘটনায় গণপিটুনি
গুজব ছড়িয়েও অনেক ক্ষেত্রে উত্তেজিত করে তোলা হয় লোকজনকে। সর্বশেষ গত রোববার ঢাকা শিশু হাসপাতালে সাইকেল চোর সন্দেহে মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী ২০১১ সাল থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন ৯৬২ জন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই জড়িতরা থাকছে ধরাছোঁয়ার বাইরে।
আরও পড়ুন >>> কেন থামছে না কিশোর অপরাধ?
মাত্র পাঁচ বছর আগে কেনা ২ লাখ ৩৪ হাজার ৩৭৩ টাকার একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখন সংস্কারেই লাগছে ১ লাখ ১৪ হাজার ৫৪৫ টাকা।
সমকাল
প্রতিটির মেরামতেই ব্যয় ১ লাখ ১৪ হাজার টাকা
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সীমিত পরিসরে এ যন্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই সময় দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল ৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে। তখন উচ্চ দামে এসব যন্ত্র কেনা হয়েছিল। এগুলো ১০-১৫ বছর নির্বিঘ্নে ব্যবহার করা যাবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ ছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক বছরেরও কম। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হবে।
দেশ রূপান্তর
এবার যুক্তরাষ্ট্রের উৎসাহ বেশি
বিদেশিদের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের চাপ অনেক বেশি। এর আলামত দেখা যাচ্ছে কয়েক মাস ধরে। নির্বাচন ছাড়াও দেশটি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীন প্রশ্নে অনেক সোচ্চার। ২০২১ সালের ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
এছাড়া তিস্তা চুক্তির আদৌ কি সম্ভাবনা আছে; শুরুটা ১০ টাকা পুঁজি নিয়ে, এখন মাসে আয় লাখ টাকা; ৪১ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির; ধ্বংসস্তূপ পাশে নিয়েই শুরু কর্মব্যস্ততা সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।