ম্যাজিস্ট্রেট পৌঁছার আগেই ডেইন্ট্রি ডেইরি ফার্মে তালা দিয়ে পালিয়ে যান কর্মীরা/ ছবি : ঢাকা পোস্ট

হাজারীবাগের ভাগলপুর লেনে নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি টিম। কিন্তু ভাগলপুর লেনে ঠিকানা খোঁজার চক্করে পড়ে অভিযান সমাপ্ত করলেন টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৯ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টার দিকে সংবাদ মাধ্যমে এক ক্ষুদে বার্তা পাঠায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে সংস্থাটি জনায়, হাজারীবাগের ভাগলপুর লেনে নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুপুর সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হবে। অভিযানে নেতৃত্ব দেবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া।

অভিযানস্থালে দেখা যায়, ওই কারখানার ঠিকানা খুঁজতে গিয়া ভাগলপুর লেনের অলিগলিতে ঢুঁ মারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিম। কিন্তু সেই ঠিকানার সঙ্গে কোন বাসার ঠিকানা মেলে না। এরই মধ্যে পেরিয়ে যায় ২০-২৫ মিনিট সময়। পরে ৪৮/১-এ ভাগলপুর লেনের একটি বাসায় দেখা মেলে 'ডেইন্টি ডেইরি ফার্মে'র। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌঁছার আগেই ফার্মে তালা দিয়ে কর্মীরা পালিয়ে যান। পরে ম্যাজিস্ট্রেট ওই ফার্মে তালা দেখে ফিরে আসেন। এর মধ্য দিয়েই শেষ হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান।

এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া কোনো মন্তব্য না করে সহকর্মীদের নিয়ে গাড়িতে উঠে যান।

এমএইচএন/এসকেডি