রাজধানীর ওয়ারী থানা এলাকায় পাঁচতলা ভবন ভাঙার সময় চারতলা থেকে নিচে পড়ে মো. নাসিম (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়ারীর গোপীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসিমের সহকর্মী সম্রাট ঢাকা পোস্টকে বলেন, আমরা গোপীবাগ জজ মিয়া গলিতে একটি পাঁচতলা ভবনের চারতলা ভাঙার কাজ করছিলাম। এসময় অসাবধানতাবশত নাসিম নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নাসিম ওই ভবনেই থাকত। তার বাড়ি নাটোরের লালপুর থানার পাইকপাড়া গ্রামে। সে ওই এলাকার সাহাবুল ইসলামের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/কেএ