রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী(৫২) মারা গেছেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

বৃহস্পতিবার(১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি জানান, নিউমার্কেটের সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আগুনের ঘটনায় দগ্ধ জহুর আলীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জহুর আলী নামে আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। এর আগে একই ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান।

তিনি আরও জানান, নিহতের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চরন্দাদিয়া গ্রামে। সে মৃত মোকাদ্দাস মণ্ডলের সন্তান।

এসএএ/এমজে