রাজধানীর ওয়ারী থানার লোহার মার্কেট এলাকায় চিরকুট লিখে মো. হাবিব (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর পর ওই যুবকের কাছে একটি চিরকুট পায় পুলিশ। তাতে লেখা ছিল ‌‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে বিকেল পৌনে ৬টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করি। এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা আছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পরে আমরা প্রতিবেদন শেষে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। সে ওই এলাকার তোযারুল ইসলামের সন্তান ছিলেন।

এসএএ/এমএ