রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া ভবন থেকে সকালে উদ্ধার করা মরদেহের পরিচয় জানা গেছে। তার নাম মেহেদী হাসান স্বপন (৪০)। 

বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে বুধবার (৮ মার্চ) দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে স্বপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি ভবনের নিচে থাকা একটি স্যানেটারি দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন >> নিখোঁজ মেহেদির জন্য স্বজনদের যন্ত্রণার অপেক্ষা 

ঢামেক হাসপাতালে স্বপনের মরদেহ শনাক্ত করেন তার ভাই তানভীর হাসান। তিনি জানান, গত ৭ মার্চ ঘটনার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আজ আমার ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। আমার ভাই একটি স‍্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত।

তানভীর জানান, আমাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার পশ্চিম এনায়েতপুর গ্রামে। আমার বাবার নাম গোলাম রাব্বানী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়ার ঢাকা পোস্টকে বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারের ঘটনায় মেহেদী হাসান স্বপন নামে একজনের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/জেডএস