এবার ডিএনসিসি মার্কেটে চালু হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা
গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটকে ক্যাশলেস পরিশোধ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মার্কেটটির ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করবেন সিটি মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সর্বজনীন কিউআর কোড ভিত্তিক পরিশোধ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট। ‘ক্যাশলেস বাংলাদেশের’ উদ্যোগে ডিএনসিসি মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থায় অন্তর্ভুক্তকরণের উদ্বোধন হবে আগামীকাল (মঙ্গলবার)। এদিন নগরভবনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে গত ১৮ জানুয়ারি মতিঝিলে এই ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের যাত্রা শুরু হয়।
বাংলা কিউআর পরিশোধ ব্যবস্থায় ক্যাশলেস বাংলাদেশ গঠন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জন এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের সুফল সাধারণ মানুষকে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সারা বাংলাদেশে এ উদ্যোগের প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে।
এএসএস/এমজে