সড়ক থেকে শ্রমিক সরাতে পুলিশের গুলি, ঢামেকে ৮ নারী
রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক থেকে আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দিতে গুলি চালায় পুলিশ।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আট নারী শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। আহতরা হলেন- আমেনা বেগম (২০), নাহিদা বেগম (২২), আনোয়ারা বেগম (২৫), আনজিলা বেগম (২৫), হোসনা খাতুন (২৬), হাসিনা বেগম ৪০ ও পারভীন (২৮)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টায় তারা চিকিৎসা নিতে ঢামেকে আসেন। এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অ্যাপারেল স্টিচ লিমিটেডের শ্রমিকেরা।
আহত হাসিনা বেগম ঢাকা পোস্ট-কে বলেন, ‘আমাদের বেতন বোনাস পরিশোধ না করে সকালে এসে দেখি গার্মেন্টসে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে আমরা শান্তিপূর্ণভাবে সড়কে বসে থাকি। এরপর পুলিশ এসে চারিদিক থেকে গুলি শুরু করে। আমার শরীরে অনেক জায়গায় গুলি লেগেছে। আমাদের অনেকেই আহত হয়েছেন এর মধ্যে আমিসহ আট জন আহত হয়ে এখানে এসেছি।’
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঢাকা পোস্ট-কে বলেন, ‘তেজগাঁও থেকে গুলিবিদ্ধ আট শ্রমিক ঢাকা মেডিকেলে এসেছেন।’
এফআর