চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে মো. ইছহাক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইছহাকের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার পূর্ব ধোপাছড়ি এলাকায়। তার বাবার নাম বদিউর রহমান।

পুলিশ জানায়, সাতকানিয়ার মধ্যম কাঞ্চনা প্রদীপ দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে শুক্রবার গভীর রাতে একটি চক্র চুরি করতে যায়। টের পেয়ে প্রদীপ ও তার ছেলে মিলে একজনকে আটক করে। হাতাহাতিতে প্রদীপ ও তার ছেলেও আহত হন। এদিকে চোর আটকের খবর পেয়ে স্থানীয় তাদের বাড়িতে এসে ইছহাককে পিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে বলেন, তিনজন ব্যক্তি চুরি করতে গিয়ে একজন ধরা পড়ে। পরে গ্রামবাসীর পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে শাবলসহ চুরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একটি চুরি ও একটি হত্যা মামলা দায়ের করা হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/এসকেডি