সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে এম সাখাওয়াত হোসেন

নির্বাচন কমিশন ভবনে এসেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি হঠাৎ কি কারণে সিইসির সঙ্গে সাক্ষাতে এসেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি ইসিতে আসেন। আজ আরও অনেকের ইসিতে আসার কথা রয়েছে। যেমন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননের আসার কথা রয়েছে। 

উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৭ সালের এক কঠিন দায়িত্ব দেওয়া হয় শামসুল হুদা কমিশনকে। ওই সময় অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শামসুল হুদা কমিশন দেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেন। ওই সময় হুদা কমিশনের নৈতিক দৃঢ়তার কাছে সব কূট রাজনীতি ম্লান হয়েছিল।

এটিএম শামসুল হুদা কমিশনে যারা ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

এসআর/এসএম