সমস্যার সমাধান হয়েছে : গ্রামীণফোন
গ্রামীণফোনের নেটওয়ার্কজনিত যে সমস্যা হয়েছিল তার সমাধান হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এই অপারেটরের নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবহারকারীরা।
বিজ্ঞাপন
ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই সমস্যা হচ্ছিল বলে জানায় গ্রামীণফোন।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামীণফোনের ফেসবুক পেজে সমস্যার সমাধান হওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, আমাদের বিশেষজ্ঞদের সর্বোচ্চ প্রচেষ্টায় ফাইবার অপটিক কেবলজনিত সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। সকল সেবা এখন স্বাভাবিক আছে।
এনএফ