গুলশানে ভবনটির কিছু ফ্ল্যাটের মালিক বিএনপির সাবেক এমপি মোশাররফ
গুলশানে গতকাল যে ভবনটিতে আগুন লাগে সেই ভবনটির জমির মালিক মো. মোশাররফ হোসেন ও জাকির নামে দুজন। মোশাররফ ফেনী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। জাকির বে-স্টেট লিমিটেডের মালিক।
ভবন নির্মাণে জড়িত ঠিকাদারি কাজ করা প্রতিষ্ঠানের একজন এনামুল হক কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে এসে বলেন, ভবনের কয়েকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে। বাকিগুলোর মালিক মোশাররফ ও জাকির। সেগুলো ভাড়া দেওয়া আছে। তবে জমির মালিকেরা কেউ এই বাড়িতে থাকেন না বলে বাসিন্দারা জানিয়েছেন।
অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টার দিকে এই বাড়ির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা বাড়ির নিরাপত্তা কর্মীদের কাছে বাড়িটি হস্তান্তর করার পরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা।
আবাসিক ভবনটির চারতলার এ-৪ ফ্ল্যাটের মালিক ওয়াশিম রেহমান নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরে এসে বলেন, ভবনের প্রত্যেকটা ফ্লাটের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে৷ এছাড়া ফায়ার ইস্টিনগুইসার, ফায়ার হাইড্রেন্ট ও ফায়ার এক্সিটও ছিল। সব কিছুই সচল ছিল। প্রত্যেক দুই সপ্তাহ পর পর এখানে ফায়ার সেশন হতো। আগুনটা অনেক বড় হওয়ায় সেগুলো খুব বেশি কাজে লাগেনি।
সবাই ফায়ার এক্সিট ব্যবহার করেছে কি না- এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দেননি তিনি।
জেইউ/এনএফ