উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার
রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগ দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে তিনি বলেন, আমরা এতক্ষণ অগ্নিনির্বাপনের কাজ করেছি। এখন আমরা রেসকিউ অভিযানে যোগ দেব। এজন্য আমাদের প্রয়োজনীয় সামগ্রী ও হেলিকপ্টার আসছে।
বিজ্ঞাপন
এর আগে আগুনের ঘটনায় ভবনে আটকেপড়াদের উদ্ধারে এবং আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর ৩০-৪০ জনের একটি টিম উদ্ধার অভিযানে যোগ দেয়।
রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।
এমএসি/জেডএস