রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফিয়ান ফারুক।

আরও পড়ুন : প্রায় ৪ হাজার অগ্নিকাণ্ড সিগারেটের আগুন থেকে 

ঢাকা পোস্টকে তিনি বলেন, রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।  ১১টা ১৭ মিনিটে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

জেইউ/এসকেডি