আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে শেখ জামাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে ‘টেক ব্যাক বাংলাদেশ’ করতে চায়। কিন্তু বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে। ‘গো ফরওয়ার্ড বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সরকার করোনাভাইরাসকে সম্পূর্ণভাবে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাইকে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। পৃথিবীর যে কয়টি দেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ তারমধ্যে অন্যতম।

গোটা বিশ্বের মানুষ কষ্টে আছে উল্লেখ করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আমরাও কষ্টে আছি। জিনিসপত্রের দাম বেশি। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের মাধ্যমে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারব।

বাংলাদেশকে অসাম্প্রদায়িক উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। একটি গোষ্ঠী বাংলাদেশের সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই তোমরা মোবাইলে ক্লাস করতে পেরেছ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়াকে নিড (প্রয়োজন) বলেও মন্তব্য করেন তিনি।

এসময় লেখাপড়ায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বর্তমান প্রতিযোগিতার যুগে সবাইকে টিকে থাকতে হবে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

এমএসআই/কেএ