কক্সবাজার ও ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়‌দের জন্য ৫.৭ মিলিয়ন ডলারের একটি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে এক্সচেঞ্জ অব নোটস (দ্বিপক্ষীয় বেসরকারি চুক্তি) স্বাক্ষর করেছে জাপান সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান আবদুসাত্তর ইসোয়েভ যার যার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইওএমের ঢাকা অফিস জানায়, এ সহায়তা প্রকল্পের মাধ্যমে আইওএম বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা প্রদান অব্যাহত রাখতে সক্ষম হবে। এ সহায়তা রো‌হিঙ্গা‌দের ভালো বাসস্থান ও সুরক্ষা প্রদানে সহায়তা করবে।

এনআই/এসএসএইচ/