তিন দিনব্যাপী ব্র্যাক ‌‘হোপ ফেস্টিভ্যাল’ শুরু বৃহস্পতিবার

আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্র্যাক হোপ ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হবে। চলবে আগামী শনিবার পর্যন্ত।

‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। ঢাকার আর্মি স্টেডিয়ামে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ আয়োজন চলবে।

বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। 

উৎসবে দর্শকদের জন্য থাকছে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন– পুঁথি পাঠ, গল্প পাঠের আসর, বায়স্কোপ, পুতুল নাচ, শিশুদের খেলাসহ দিনব্যাপী নানা প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এসকেডি