চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের আটতলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কল্পলোক আবাসিকের ডি ব্লকের ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মাণাধীন ওই ভবনের মালিক মাহবুবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতরা হলেন— ছাকিম আলী (২০), মো. ইসরাফিল (২০) ও মো. রিপন (২০)।

পুলিশ জানায়, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের আটতলায় মাচা তৈরি করে কাজ করছিলেন। হঠাৎ এটি ভেঙে তিন জনই পড়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমিজ আহমদ ঢাকা পোস্টকে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ভবন মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হবে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

এমআর/এসএসএইচ/